জাকার্তায় পার্লামেন্টের বাইরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক, ১২ এপ্রিল।। ইন্দোনেশিয়ায় ভোজ্যতেলের দাম ও দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর ক্ষমতার মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

জাকার্তায় দেশটির পার্লামেন্টের বাইরে সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে দমনে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের পার্লামেন্টের বাইরে ছুটতে দেখা গেছে। দক্ষিণ সুলাওয়েসি, পশ্চিম জাভা এবং জাকার্তা-সহ ইন্দোনেশিয়ার বেশ কিছু এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল।

ঘটনার পর জাকার্তায় পুলিশ প্রধান ফাদিল ইমরান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এই সমাবেশে অংশ নিয়েছিলেন। শিক্ষার্থী নয় এমন একটি গোষ্ঠীর প্রতিবাদের সময় পদপিষ্ট হয়ে গুরুতর জখম হয়েছেন ওই শিক্ষক। ’

এদিকে, শরিক দলের সমর্থনের মাধ্যমে কার্যকালের মেয়াদ বাড়ানোর পরিকল্পনার বিষয়টি উড়িয়ে দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো। এর আগে সংবিধানে সংশোধনী এনে কিংবা ২০২৪ সালের নির্বাচন পিছিয়ে প্রেসিডেন্টের মেয়াদ বাড়ানোর বিষয়টিতে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা।

বিক্ষোভে অংশ নেয়া ছাত্র মোহাম্মদ লুৎফি রয়টার্সকে বলেন, ‘কীভাবে অভিজাত গোষ্ঠীর একটা অংশ ইচ্ছে করে নির্বাচনে দেরি করাচ্ছে সেটা আমাদের কাছে স্পষ্ট। সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। ’

১৯৯৮ সালে প্রেসিডেন্ট সুহার্তোকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ছাত্র আন্দোলনের অন্যতম ভূমিকা ছিল। দুটি মেয়াদের পর আবারও একই প্রেসিডেন্ট কার্যভার গ্রহণ করলে গণতন্ত্রের কাঠামো নিয়ে সংশয় তৈরি হয়- জোকো উইদোদোর ক্ষেত্রেও এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জনগণের মধ্যে জল্পনা বন্ধ করতে ৬০ বছর বয়সী জোকো রবিবার মন্ত্রী এবং নিরাপত্তা প্রধানদের এ বিষয়ে আলোচনা বন্ধ করার আহ্বান জানান।

২০২৪ সালে পরিকল্পনামাফিক নির্বাচন হবে, এমনটাও জানান বর্তমান প্রেসিডেন্ট।

সম্প্রতি সইফুল মুজানি রিসার্চ এবং কনসাল্টিংয়ের একটি সমীক্ষা অনুযায়ী, ৭০ শতাংশ ইন্দোনেশীয় নাগরিক বর্তমান প্রেসিডেন্টের কার্যকালের মেয়াদ বৃদ্ধিকে সমর্থন করেন না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *