রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট

অনলাইন ডেস্ক, ১২এপ্রিল।। কংগ্রেসের ভরাডুবির মাঝখানে এবার রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর জামাই, প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা। এ যাবৎ তাকে কোনও দিনই রাজনীতিতে সে ভাবে দেখা যায়নি।

রবিবার রবিবার উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনার পর স্থানীয় একটি ইউটিউব চ্যানেলকে এ কথা বলেন রবার্ট বঢরা। তাঁর কথা, বর্তমানে চারদিকে যে রাজনীতির পরিস্থিতি দেখছি, তা দেখে অস্বস্তি বোধ হয়।

রবার্ট বঢরা আরও বলেন, মানুষ চাইলে রাজনীতিতে আসতে পারেন। তাহলে আরও বড় করে মানুষের সেবা করতে পারবেন। সেই সঙ্গে তিনি বলেন, মানুষ যদি তাঁকে স্বতঃস্ফূর্তভাবে ডাক দেয় তাহলে তিনিও তাঁদের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন। বঢরা বলেন, তাঁর রাজনীতিতে আসলে যদি সমাজের কিছু পরিবর্তন হয়, তাহলে সরাসরি রাজনীতিতে তিনি অংশগ্রহণ করবেন।

রবার্ট বলেন, তিনি সারাদেশের মানুষের পাশে ছিলেন, আর তাদের মাঝেই থাকতে চান। সারাদেশের মানুষের মাঝেই রয়েছেন এবং মানুষও তাঁর সঙ্গে রয়েছে।

উল্লেখ্য, এর আগেও একবার কংগ্রেসের হয়ে প্রচারে থাকার ইচ্ছে প্রকাশ করেন রবাট বঢরা। তবে সোনিয়া গান্ধীর জামাইকে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল। ২০১৮ সালেও এক আর্থিক তছরুপের সূত্রে তাঁর সম্পত্তির তদন্তে নেমেছিল ইডি। ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে কেনা বঢরার সম্পত্তির মোট আর্থিকমূল্য ১২ মিলিয়ন পাউন্ড

রবার্টের বিরুদ্ধে ইডি-র মূল অভিযোগ, তিনি বেনামে লন্ডনে ৬টি ফ্ল্যাট ও ২টি বাড়ি কিনেছেন। এর মধ্যে ব্রায়ানস্টন স্কোয়ারে ১৯ লক্ষ পাউন্ডে একটি ফ্ল্যাট কেনা নিয়ে আর্থিক নয়ছয়ের তদন্ত শুরু হয়। ইডি-র দাবি, এই সূত্র ধরে আরও সাতটি সম্পত্তির হদিশ মিলেছে। যার মধ্যে একটির দাম ৫০ লক্ষ পাউন্ড, আর একটির ৪০ লক্ষ পাউন্ড। ইডি-র দাবি, অগুস্তা ওয়েস্টল্যান্ডকে ভিভিআইপি চপারের বরাত ও একটি বিদেশি সংস্থাকে তেল মন্ত্রকের বরাত পাইয়ে দেওয়ার ঘুষ হিসেবেই রবার্ট এই টাকা পেয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *