বিঝু, গড়িয়া, বুইসু উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ এপ্রিল।। বিঝু উৎসব, গড়িয়া উৎসব, বুইসু উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন- ‘ঐতিহ্যবাহী এই উৎসব উদ্যাপন আমাদের চিরাচরিত ঐতিহ্যের এক একটি ধারা। আমাদের নিজস্ব রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, কৃষ্টি ও সংস্কৃতির পরিচয় বহন করে এইসব উৎসব। উৎসবের মধ্য দিয়ে সকল জনগোষ্ঠীর মানুষ সুখ, শান্তি ও সমৃদ্ধির আহ্বান জানান।

আমাদের ঐক্য ও সংহতির বার্তা রচিত হয় সকলের প্রার্থনার মধ্য দিয়ে। পুরাতনকে পাথেয় করে আগামীকে বরণ করার চিরাচরিত রীতি আবহমান কাল ধরেই চলে আসছে। আসন্ন বাংলা নতুন বছর রাজ্যবাসীর জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। আমি রাজ্যের সব অংশের জনগণের স্বচ্ছতা, সুস্থতা ও নিয়ন্ত্রিত গতিযুক্ত জীবন প্রত্যাশা করছি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *