অনলাইন ডেস্ক, ১১ এপ্রিল।। চরম অর্থনৈতিক সংকটে পড়া দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় চলমান সরকারবিরোধী প্রবল আন্দোলনের মধ্যে জানা গেল দেশটির হাসপাতালগুলিতে দ্রুত ওষুধ শেষ হয়ে যাচ্ছে।
সোমবার শ্রীলঙ্কা মেডিকেল অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানায়, দেশটির হাসপাতালগুলিতে জীবনদায়ী ওষুধের স্টক একেবারে কমে গেছে। নতুন ওষুধ না এলে আর চিকিৎসা করা সম্ভব হবে না।
শ্রীলঙ্কা মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশের হাসপাতালগুলি চিকিৎসার জন্য জরুরি বিদেশি ওষুধ ও সরঞ্জাম পাচ্ছে না।
ফলে রুটিন সার্জারি আর করা যাচ্ছে না। যা অবস্থা, তাতে কিছুদিনের মধ্যেই জীবনদায়ী সার্জারিও বন্ধ করে দিতে হবে।
এদিকে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অফিসে প্রবেশপথের দখল নিয়ে আন্দোলনকারীরা দুই দিন ধরে বিক্ষোভ করছেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও রেইনকোট পরে, ছাতা নিয়ে বিক্ষোভকারীরা স্থানত্যাগ করেননি। তাদের দাবি, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, বিক্ষোভরত ৩২ বছর বয়সী সাবেক সেনা সঞ্জীব পুষ্পকুমারা বলেছেন, যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হচ্ছে, ততক্ষণ তারা বিক্ষোভ দেখিয়ে যাবেন।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির নেতা শ্রীসেনার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সূত্র জানায়, বর্তমান সংকট নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।
বিরোধীপক্ষ জানিয়েছে, রাজাপক্ষে জাতীয় সরকার চাইছেন।
কিন্তু বিরোধী নেতারা তাতে যোগ দিতে রাজি হননি। রাজাপক্ষে এখন নতুন মন্ত্রিসভা গঠনের জন্য উঠেপড়ে লেগেছেন, সেখানে তার পরিবারের প্রতিনিধি কম থাকবে। কিন্তু বিরোধীরা তার প্রস্তাব মানতে রাজি নন।