“ বিজেপি কথায় কথায় রামের নাম করে ভোট চায়”: উদ্বভ

অনলাইন ডেস্ক, ১১এপ্রিল।।রামের নাম করে ভোট চাওয়া নিয়ে বিজেপিকে নজিরবিহীন কটাক্ষ করলেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গেরুয়া শিবিরকে বিঁধে উদ্ধব বলেন “ বিজেপি কথায় কথায় রামের নাম করে ভোট চায়, আচ্ছা রাম যদি না জন্মাতেন তাহলে বিজেপি তাহলে কি করে ভোট চাওয়ার ইস্যু খুঁজে পেত”। এখানেই না থেমে উদ্ধব আরও বলেন বিজেপি সর্বদা মনে করে হিন্দুত্বে তাদের একার অধিকার।

উদ্ধবের বক্তব্য বিজেপি কি দল হিসেবে একটা আদর্শে স্থিতীশীল ছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন আদর্শ মেনে চলেছে। কখনও তারা ভারতীয় জনসংঘ, শুধু জনসংঘ বিভিন্ন আদর্শের অনুসারী হয়েছে। হিন্দুত্বে কারও পেটেন্ট নেওয়া নেই। রবিবার কোলাপুর উত্তর আসনের উপনির্বাচনের ভারচুয়াল প্রচারে অংশ নিয়ে বিজেপিকে ধুয়ে দেন শিব সেনা সুপ্রিমো।

উদ্ধব নিজের বক্ত্যবে আরও দাবি করেন শিবসেনার প্রতিষ্টাতা তাঁর বাবা প্রয়াত বালাসাহেব ঠাকরের হাত ধরেই হিন্দুত্বের শিক্ষায় হাতেখড়ি বিজেপির। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন তাঁর বাবা শিখিয়েছিলেন হিন্দুত্ব এবং গেরুয়াকে যুগপৎ ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা যায়। অথচ ক্ষমতায় এসে সেই শিবসেনাকেই ভুলে গেল বিজেপি। বালাসাহেবকে দেওয়া কথা তারা রাখলনা।

২০১৯ সালে অমিত শাহ বাল ঠাকরের ঘরে বসে কথা দিয়েছিলেন শিব সেনাকে মুখ্যমন্ত্রিত্ব দেবেন। অথচ, সেই কথা ওঁরা রাখল না। বিজেপির দাবি তারাই একমাত্র বালাসাহেবকে শ্রদ্ধা করে, আমরা বালাসাহেবের আদর্শকে মান্যতা দিইনা। কিন্তু আজ যখন আমরা বাল ঠাকরের নামে বিমানবন্দরের নাম করণ করতে চাইছি তখন ওরা তার বিরোধীতা করছে।

মহারাষ্ট্রের হিন্দুত্ববাদী ভোটে একা ভাগ বসানোর চেষ্টা করে চলেছে গেরুয়া শিবির। সেই চেষ্টা যাতে সফল না হয় সম্ভবত সেকারণেই কোলপুর আসনের উপনির্বাচনের আগে ফের হিন্দুত্ব নিয়ে সোচ্চার হলেন উদ্ধব ঠাকরে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *