অনলাইন ডেস্ক, ১১ এপ্রিল।।করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ৮ এপ্রিল থেকে শুরু হওয়া পোর্ট এলিজাবেথ টেস্টের একদিন আগে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হন তিনি।
কভিডের উপসর্গ থাকায় পিসিআর পরীক্ষাও করেন ডমিঙ্গো। কিন্তু তাতে নেগেটিভ রিপোর্ট আসে।
তবে আজ জানা গেল, অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন তিনি। যার কারণে সেন্ট জর্জেস পার্কে মুমিনুল হকরা ড্রেসিংরুমে পাচ্ছে না কোচকে।
ডারবান টেস্ট শেষ হওয়ার পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ৫ এপ্রিল পোর্ট এলিজাবেথে পৌঁছে টাইগাররা। তবে দলের সঙ্গে যাননি ডমিঙ্গো। নিজ শহরে একদিন আগে চলে আসেন তিনি।