পোখরানে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির এই ট্যাঙ্ক বিধ্বংসী হেলিনার পরীক্ষা সফল

অনলাইন ডেস্ক, ১১ এপ্রিল।। ভারতীয় বায়ুসেনার লাইট হেলিকপ্টার ধ্রুব থেকে ছোঁড়া ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হেলিনার পরীক্ষ্ম সফল বলেই জানাচ্ছেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও বিজ্ঞানীরা। শনিবার পোখরানে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির এই ট্যাঙ্ক বিধ্বংসী হেলিনার সফল পরীক্ষা করা হয়। হেলিনা তার লক্ষ্যবস্তুতে সফল ভাবে আঘাত করতে সক্ষম। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে।

ডিআরডিও, ভারতীয় সেনা এবং বায়ুসেনার বিজ্ঞানী এবং অফিসারদের তত্ববধানে এই পরীক্ষা করা হয়। ডিআরডিওর বিজ্ঞানীরা জানাচ্ছেন হালকা ও বহনযোগ্য এই ক্ষেপণাস্ত্রে রয়েছে ইনফ্রারেড রশ্মি। যা শত্রুপক্ষের ট্যাঙ্ককে দ্রুত চিহ্নিত করতে পারে।

সমরাস্ত্র বিশেষজ্ঞদের কথায় হেলিনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কপ্টারবাহিত এই ক্ষেপণাস্ত্র অতি সহজেই যেকোন প্রতিকূল পরিস্থিতিতেও তার লক্ষ্যমাত্রায় আঘাত করতে পারে।

হেলিনার সর্বোচ্চ লক্ষ্যবস্তুতে আঘাতের পরিসীমা সাত কিলোমিটার। হায়দ্রাবাদে ডিআরডিও-র মিসাইল অ্যান্ড স্ট্র্যাটেজিক সিস্টেমস (এমএসএস) ক্লাস্টারে নির্মান করা হয়েছে এই হেলিনার। হেলিনার বহনকারী ধ্রুব হেলিকপ্টারের নির্মাতা হিন্দুস্থান এরোনটিক্যাল লিমিটেড বা হ্যাল। অত্যন্ত এই হাল্কা ওজনের এই ক্ষেপণাস্ত্রটি একজন জওয়ানই বহন করে নিয়ে যেতে পারেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *