অস্কারসহ অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠান থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ স্মিথকে

অনলাইন ডেস্ক, ৯ এপ্রিল।। অস্কারসহ অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠান থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে মার্কিন অভিনেতা উইল স্মিথকে। ৯৪তম অস্কারের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে চড় মারার কারণে এ নিষেধাজ্ঞার মুখে পড়লেন স্মিথ।

শুক্রবার অস্কার অনুষ্ঠানের পরিচালনা সংস্থা দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স ভার্চুয়াল এক সভায় এ ঘোষণা দেয়।

এতে বলা হয়, অস্কারের মঞ্চে ঘটে যাওয়া চড়কাণ্ডে অ্যাকাডেমি ‘যথাযথভাবে পরিস্থিতি সামাল দিতে পারেনি।

এ নজিরবিহীন ঘটনার জন্য সংস্থাটি অপ্রস্তুত ছিল। এ জন্য ক্ষমা প্রার্থনা করছে সংস্থাটি।

ক্রিস রককে ঘটনার পর তার ধৈর্যের জন্যও ধন্যবাদ জানিয়েছে অ্যাকাডেমি।

শিল্পী ও অতিথিদের রক্ষা করার উদ্দেশ্যে ও অ্যাকাডেমির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে উইল স্মিথকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

অ্যালোপিসিয়ার কারণে জাডা পিংকেট স্মিথের মাথার চুল পড়ে যায়। তা নিয়ে ২০২২ সালের অস্কার অনুষ্ঠানে কৌতুক করেন উপস্থাপক, কমেডিয়ান ক্রিস রক। তখন নিজের আসন থেকে উঠে গিয়ে রককে চড় মারেন জেডা’র স্বামী স্মিথ।

এর এক ঘণ্টা পরে কিং রিচার্ড-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার ওঠে স্মিথের হাতে। যদিও পরে উইল স্মিথ তার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছিলেন।

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *