জঙ্গিগোষ্ঠীর ‘যৌনতার টোপ’-এর শিকার আব্বাসি

অনলাইন ডেস্ক, ৮ এপ্রিল।। ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরে হামলাকারী যুবকের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর যোগ ছিল। এমনই দাবি করল উত্তর প্রদেশের রাজ্য পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)।

এটিএস বলছে, হামলাকারী আহমেদ মুর্তজা আব্বাসির সঙ্গে অনলাইনে এক নারীর আলাপ হয়। সেই নারী আব্বাসির কাছে দাবি করেন, আইএস জঙ্গিরা তাকে বন্দি করে রেখেছে। জঙ্গিদের কবল থেকে তিনি মুক্তি পেতে চান। আব্বাসিকে ওই নারী তার ছবিও পাঠান।

নারীর আর্জি শুনে আব্বাসি তাকে সাহায্যের জন্য প্রথমে ৪০ হাজার টাকা পাঠান। পরে আরও দু’বার ওই নারীকে টাকা পাঠিয়েছেন তিনি। এভাবেই ওই নারীর সঙ্গে আব্বাসির ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তাদের দুজনের মধ্যে নিয়মিত মেল চালাচালি শুরু হয়। নারী আব্বাসিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ভারতে এসে তার সঙ্গে দেখা করবেন।

এটিএস জানিয়েছে, নারীর সঙ্গে কথোপকথনের সময়ই আব্বাসির মগজ ধোলাইয়ের কাজও সমান তালে চলছিল। আর সেই জালেই ক্রমশ জড়িয়ে পড়ছিলেন আব্বাসি। একটা সময় আব্বাসি স্থির করেন, আইএস জঙ্গিদলে যোগ দেবেন। সেই মতো প্রস্তুতিও নেওয়া শুরু করে দিয়েছিলেন।

গত ৩ এপ্রিল গোরক্ষনাথ মন্দিরে হামলা চালান আব্বাসি। মন্দিরের নিরাপত্তায় থাকা দুই কনস্টেবল সেই ঘটনায় আহত হন।

উত্তরপ্রদেশ পুলিশের এটিএস জানিয়েছে, আব্বাসি তাদের কাছে স্বীকার করেছেন যে, মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক আচরণ তার মনে আলোড়ন তৈরি করেছিল। সিএএ নিয়েও তার মধ্যেও একটা ঘৃণার উদ্রেক হয়েছিল। আর তার জেরেই এই হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন আব্বাসি। তারই কথার সূত্র ধরে তদন্ত শুরু করতেই আব্বাসির সঙ্গে আইএস জঙ্গিগোষ্ঠীর সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *