অনলাইন ডেস্ক,৭এপ্রিল।। ভারতে ঢুকে পড়েছে করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন এক্সই। মুম্বাইয়ে এক আক্রান্তের দেহে কোভিড-১৯-এর এই নতুন ধরন প্রথম চিহ্নিত হয়েছে। মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দপ্তর এবং বৃহন্মুম্বাই পুরসভা বুধবার এই খবর দিয়েছে।
গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, করোনাভাইরাসের এই এক্সই ধরনটি ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই এক্সই ধরনটির উৎপত্তি হয়েছে।
গত ১৯ জানুয়ারি ব্রিটেনে করোনাভাইরাসের এক্সই রূপটি প্রথম চিহ্নিত হয়েছিল। এখনও পর্যন্ত সে দেশে ৬৩৭ জনের দেহে এক্সই সংক্রমণের ঘটনা নিশ্চিতভাবে চিহ্নিত করা হয়েছে। তবে সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও করোনাভাইরাসের নতুন এই ধরনটির মারণক্ষমতা কম বলেই প্রাথমিক পর্যবেক্ষণে অনুমান করছেন ভাইরাস বিশেষজ্ঞদের একাংশ।