আমরা আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন আশা করছি: ল্যাভরভ

অনলাইন ডেস্ক,৭এপ্রিল।। সিরিয়াকে অবিলম্বে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে– সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেওয়া হলে আরব দেশগুলো দামেস্কের সঙ্গে নিজেদের মতবিরোধ মিটিয়ে ফেলার সুযোগ পাবে।

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে আলজেরিয়া– মিশর– জর্দান– ইরাক ও সুদানের বিদেশমন্ত্রীরা মস্কো সফরে গেলে তাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান রুশ পররাষ্টমন্ত্রী ল্যাভরভ। ওই পাঁচ আরব দেশ নিজেদেরকে ‘ইউক্রেন বিষয়ক আরব কন্টাক্ট গ্রুপ’ বলে পরিচয় দিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রী বলেন– আমরা আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন আশা করছি। অবিলম্বে এই ইস্যুর সমাধান হলে আরব দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী হবে। ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর ওই বছরের নভেম্বর মাসে দেশটির সদস্যপদ বাতিল করে আরব লীগ। সরকার বিরোধী বিক্ষোভ দমনের অজুহাতে ওই পদক্ষেপ নিয়েছিল আরব লীগ। তবে সিরিয়া ওই পদক্ষেপকে ‘অবৈধ এবং আরব লীগের গঠন কাঠামোর পরিপন্থি’ বলে অভিমত প্রকাশ করেছিল।
১৯৪৫ সালে যে ছয়টি দেশ আরব লীগ প্রতিষ্ঠা করেছিল সিরিয়া ছিল সেগুলোর অন্যতম। সাম্প্রতিক সময়ে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বানকারী দেশের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *