বিএসএফ এর চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার করল শান্তিরবাজার থানার পুলিশ

স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার,৭ এপ্রিল।। বিএসএফ এর চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার করল শান্তিরবাজার থানার পুলিশ। গত ৪ ঠা এপ্রিল সন্ধ্যাবেলায় শান্তির বাজার থেকে বি এস এফ এর ১০৯ নং ব্যাটেলিয়ান এর এক জোওয়ানের বাইক চুরি হয়ে যায়। চুরির ঘটনায় তদন্তে নামে শান্তির বাজার থানার পুলিশ। অবশেষে বুধবার গভীর রাত্রে মনপাথর এলাকায় এক জঙ্গল থেকে বাইকটি উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার বি এস এফ জোওয়ানদের খবর দিয়ে বাইকটি তুলে দেওয়া হয় তাদের হাতে।

ঘটনার বিবরনে জানা যায় গত ৪ ঠা এপ্রিল সন্ধ্যাবেলায় শান্তির বাজার থেকে বি এস এফ এর ১০৯ নং ব্যাটেলিয়াম এর এক জোওয়ানের জে এইচ  বি জেড ৫৩০২ নাম্বারের  বাইক চুরিকরে নিয়েযায়। এই ঘটানর পরবর্তী সময় চুরির বিষয়টি জানানো হয় শান্তিরবাজার থানায়।  চুরির ব্যাপারে জানার পর থেকে বাইকটির খোঁজে নামে শান্তির বাজার থানার পুলিশ।  শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দের্বমার নেতৃত্বে প্রতিনিয়ত অভিযানে নামে এস আই সঞ্জয় দের্বমা ও প্রফেশনাল এস আই সুজিত সরকার।

অবশেষে সকলের প্রচেষ্টায় ৬ ই এপ্রিল অর্থৎ বুধবার রাত্রিবেলায় মনপাথর এলাকায় এক জঙ্গল থেকে বাইকটি উদ্ধার করলো শান্তিরবাজার থানার পুলিশ।  বৃহস্পতিবার সকালবেলা বি এস এফ জোওয়ানদের খবর দিয়ে বাইকটি তুলে দেওয়া হয়।  অল্প সময়ের মধ্যে শান্তির বাজার থানার পুলিশের এইধরনের সাফল্যে খুশি বি এস এফ জোওয়ানরা।

উনারা সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে পুলিশের এই ধরনের ভূমিকার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। এই চুরির বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে জানালেন শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দের্বমা। জানা যায় চুরি হয়ে যাওয়া বাইকের বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *