মুখ্যমন্ত্রীর সাথে সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ এপ্রিল।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে আজ সচিবালয়ে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের তিন সদস্যের এক প্রতিনিধি দল সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। প্রতিনিধি দলে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ডিরেক্টর ইনচার্জ সমীরণ দত্ত, রেজিস্ট্রার ড. সুশ্রুত শর্মা এবং অধ্যাপক সুদীপ্ত ভৌমিক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকারের সময় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাসও উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলটি আগরতলায় প্রস্তাবিত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে পরিকাঠামোগত নানা বিষয় খতিয়ে দেখার জন্য গতকাল দুদিনের রাজ্য সফরে আসেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারকালে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ডিরেক্টর ইনচার্জ আগরতলায় প্রস্তাবিত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট স্থাপনের সম্ভাব্য দিক সমূহ সম্পর্কে মুখ্যমন্ত্রীকে আবহিত করেন। বর্তমান নজরুল কলাক্ষেত্রের পরিকাঠামোকে কাজে লাগিয়ে প্রাথমিকভাবে সেখানে ছোট ছোট মোডিউলে কোর্স চালু করার তাদের পরিকল্পনার কথা তিনি ব্যক্ত করেন। এই কোর্সগুলিতে ভর্তির ক্ষেত্রে রাজ্যের পাশাপাশি বহিরাজ্যের আগ্রহী পড়ুয়াদের সুযোগ দেওয়ার বিষয়টিও আলোচনায় প্রাধান্য পায়।

আলোচনাকালে মুখ্যমন্ত্রী বলেন, সংস্কৃতির কোন সীমা নেই। বহির্রাজ্যের আগ্রহী পড়ুয়ারা এই ধরণের কোর্স করার জন্য ত্রিপুরায় আসলে রাজ্যের পড়ুয়াদের সামনে সম্ভাবনার দরজা খুলে যাবে। পাশাপাশি গুণগতমান এবং সংস্কৃতির বিনিময়ও ঘটবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। সাক্ষাৎকারকালে মুখ্যমন্ত্রী সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-এর প্রতিনিধিদলটিকে পুস্পস্তবক, রিসা এবং স্মারক উপহার তুলে দিয়ে সাদর আভ্যর্থনা জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *