স্টাফ রিপোর্টার, আমবাসা, ৭ এপ্রিল।। শুখা মরসুম এর শুরুতে জল সংকটে ভুগছে আমবাসা পৌর পরিষদের বিভিন্ন এলাকা। জল সংকট দেখা দিয়েছে বেশ কয়েকটি পৌর পরিষদ এলাকায়। কোথাও পর্যাপ্ত পরিমান জল নেই কোথাও আবার জলে আয়রন, আবার কোথাও গাড়ি দিয়ে দেওয়া হচ্ছে জল।
গরমের শুরুতেই জল সংকট দেখা দিয়েছে, বিগত অনেক বছর ধরে একই সমস্যা পৌর এলাকায়। সমস্যা সমাধানে এবার এগিয়ে আসবে পৌর পরিষদ। আমবাসা পৌর পরিষদের বেশ কয়েকটি এলাকায় বসানো হয়েছে জলের পাম্প মেশিন। এ বিষয়ে আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান মমতা দাস কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সুকা মৌসুমের শুরুতেই সমস্যা আমবাসা পৌর এলাকার দীর্ঘদিনের, পুরো পরিষদ এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন এলাকা পরিদর্শন করছে,ডিডাব্লিউ এস দপ্তর কে নিয়ে এলাকাগুলি পরিদর্শন করা হচ্ছে এই সমস্যা অচিরেই সমাধান হবে।এখন দেখার বিষয় নতুন বিজেপি পরিচালিত পৌর পরিষদ পৌরবাসীর দীর্ঘদিনের এই সমস্যা সমাধান করতে পারি কিনা।