অনলাইন ডেস্ক,৬ এপ্রিল।। ইংলিশ গায়ক-গীতিকার এড শিরান আলোচনায় আসেন তার হিট গান ‘শেইপ অব ইউ’ দিয়ে। ২০১৭ সালে প্রকাশিত হয় গানটি।
তবে এরপর থেকে শিরানকে যুদ্ধে নামতে হয় এই গানের কপিরাইট নিয়ে। অবশেষে উচ্চ আদালতে ‘শেইপ অব ইউ’র স্বত্ব জিতেছেন তিনি।
বুধবার বিচারক জানান, ৩১ বছর বয়সী গায়ক-গীতিকারের গানটি ২০১৫ সালে প্রকাশিত সামি চোকরির ‘ওহ্ হোয়াই’-এর চুরি নয়।
যন্ত্রনির্ভর সঙ্গীত গ্রাইম জনরা বা ঘরানার শিল্পী সামি চোকরি। সামি সুইচ নামেও পারফর্ম করেন তিনি। শিরানের ‘শেইপ অব ইউ’ প্রকাশের পর দাবি করেন, গানটির সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল আছে নিজের ‘ওহ্ হোয়াই’ ট্র্যাকটির সঙ্গে।
তবে শিরান বিষয়টি ভিত্তিহীন দাবি করেন। তিনি জানান, এই দাবি ‘ভিত্তিহীন’ এবং ‘খুব সাধারণ পন্থায় করা’।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে শিরান জানান, যদিও এমন দাবির কোনো ভিত্তি না থাকলেও, ব্যাপারটি নিষ্পত্তির জন্য আদালতে দৌড়ানোর একটা সংস্কৃতি গড়ে উঠেছে।
‘এটা সত্যি গীতি জগতের শিল্পকে ধ্বংস করবে। পপ মিউজিকে কেবল বেশ কয়েকটি নোট এবং খুব কম কর্ড ব্যবহৃত হয়’, যোগ করেন তিনি।
শিরান বলেন, ‘কাকতালীয়ভাবে প্রতিদিন স্পটিফাইতে ৬০ হাজার গান প্রকাশ হয়ে থাকে। আর বছরে ২২ মিলিয়ন গান এবং তাতে মাত্র ১২টি নোট পাওয়া যায়।’