স্টাফ রিপোর্টার, ধর্মনগর,৬ এপ্রিল।। নিজেকে ভালো করে জানতে হবে। জানতে হবে নিজের মধ্যে কি গুণ রয়েছে। সেটা জানতে পারলেই জীবনে সাফল্য আসবে। এই সাফল্যের পথ নিজেকেই তৈরি করতে হবে। জীবনে যে যত বেশি সচেতন সে তত বেশি সফল। সফলতার জন্য এছাড়াও প্রয়োজন আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, ইতিবাচক মানসিকতা। আজ ধর্মনগরে বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে কলেজ স্তরের ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে একথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অতি সম্প্রতি পরীক্ষা পে চর্চা নামক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেছেন। দুই ঘন্টা সময় ধরে তিনি ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর এই মতবিনিময় অনুষ্ঠানটি ছাত্রছাত্রীদের দেখার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের কিভাবে উৎসাহিত করেছেন নিজেকে জানার জন্য, নিজের গুণাবলী সম্পর্কে জানার জন্য তা ছাত্রছাত্রীদের জানা প্রয়োজন। মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো তার প্রচেষ্টা। যার প্রচেষ্টা যত বেশি, সে তত বেশি সফল হবে। পাশাপাশি নিজের অধিকার সম্পর্কে জানতে হবে। কোন পথ ধরে এগিয়ে গেলে সফলতা আসবে তা জানতে হবে। এরজন্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে ধারণা থাকতে হবে।
সরকারের কাজের রূপরেখা সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। মতবিনিময় অনুষ্ঠানে ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজ এবং উত্তর ত্রিপুরা পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীর সাথে মতবিনিময়ে অংশ নিয়েছে। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের কাছে যার যার নিজের ভালো গুণ সম্পর্কে কে কে বলতে পারবেন তা জানতে চান। মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের উত্তরে এক ছাত্র জানান, সে ভালো গান গাইতে পারে। পরে ঐ ছাত্র গান গেয়ে শুনান এবং মুখ্যমন্ত্রী তার প্রশংসা করেন।
মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীকে জানান, কেউ ভালো ছবি আঁকতে পারে তো কেউ কবিতা লিখতে পারে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যেও নতুন শিক্ষানীতি চালু হয়েছে। এই নতুন শিক্ষানীতিতে ভোকেশনাল কোর্সকে গুরুত্ব দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি ভোকেশনাল কোর্সের প্রশিক্ষণ নিলে সহজেই রোজগারের সাথে যুক্ত হতে পারবে।
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাকে প্রথম সারির রাজ্য হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়েছে বর্তমান সরকার। আগামী ২৫ বছরে রাজ্য কোন দিশায় এগিয়ে যাবে তারও রূপরেখা তৈরি করা হয়েছে। কলেজ স্তরের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় মোবাইল ফোন কেনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের কাছে জানতে চান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৮ মার্চ ২০২২ তারিখে ত্রিপুরায় এসে কি ঘোষণা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে এক ছাত্রী জানান, মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী আরও একটি বড় ঘোষণা দিয়েছিলেন ত্রিপুরার জন্য। ত্রিপুরায় একটি ফরেনসিক ইউনিভার্সিটি স্থাপন করার জন্য শিলান্যাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ফরেনসিক ইউনিভার্সিটি উত্তর পূর্বের কোনও রাজ্যে নেই। এদিনের অনুষ্ঠানে মতবিনিময় করার সময় মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের নেশা সামগ্রী থেকেও দূরে থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিশেষ গুণ রয়েছে। সেটি খুঁজে বের করে এগিয়ে গেলে সাফল্য নিশ্চিত। লেখাপড়ার পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের ভালো আচরণ, সততা এগুলি আয়ত্ব করার আহ্বান জানান। এদিনের মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার, জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, পুলিশ সুপার ড. কিরণ কুমার কে, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্ৰ শৰ্মা প্রমুখ।