সেমিফাইনালে এক পা রাখল লিভারপুল

অনলাইন ডেস্ক,৬ এপ্রিল।। পর্তুগিজ ক্লাব বেনফিকাকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল লিভারপুল। লিসবনে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছে অলরেডরা।

ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় লিভারপুল। ১৭তম মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের নেওয়া কর্নার থেকে লাফিয়ে হেডে বেনফিকার জাল খুঁজে নেন ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে।

৩৪তম মিনিটে লুইস দিয়াজের হেডে ডি-বক্সের ভেতর বল পেয়ে অলরেডদের ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। বিরতি থেকে ফেরার চতুর্থ মিনিটে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দেয় বেনফিকা। ফেরেইররা সিলভার পাসে বল লিভারপুলের জালে পাঠান ডারউইন নুনেজ।

তবে ম্যাচের শেষ মুহূর্তে অলরেডদের দাপুটে জয় নিশ্চিত করেন দিয়াজ। ৮৭তম মিনিটে নাবি কেইতার পাসে জাল খুঁজে নেন পোর্তোর সাবেক কলম্বিয়ান উইঙ্গার।

লিসবন জয় করলেও এখনই উচ্ছ্বাসে ভাসতে রাজি নন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। জানালেন, তারা ‘স্বপ্নরাজ্যে নেই’।

দুই গোলে এগিয়ে থেকে বেনফিকার বিপক্ষে লিভারপুল শেষ আটের ফিরতি লেগ খেলবে ১৩ এপ্রিল, ঘরের মাঠ অ্যানফিল্ডে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *