অনলাইন ডেস্ক,৬ এপ্রিল।। কেভিন ডি ব্রুইনের দ্বিতীয়ার্ধের গোলে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ ব্যবধানে জিতেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকে জমাট রক্ষণভাগে পেপ গার্দিওলার শিষ্যদের একের পর এক আক্রমণ রুখে দেয় অ্যাতলেতিকো। নিজেদের ট্রেডমার্ক রক্ষণ নিয়ে রিয়াদ মাহরেজ-রহীম স্টার্লিংদের হতাশ করেন দিয়েগো সিমিওনের দল।
তবে নির্ধারিত সময় শেষ হওয়ার ২০ মিনিট আগে সিটিজেনদের ব্রেক-থ্রু এনে দেন ডি ব্রুইন। বদলি হিসেবে মাঠে নামা ফিল ফোডেনের পাসে অ্যাতলেতিকোর রক্ষণ ভেঙে সিটিকে জাদুকরী মুহূর্ত উপহার দেন বেলজিয়ান মিডফিল্ডার। ডিফেন্ডার রেইনিলদোর পায়ের ফাঁক দিয়ে পাঠানো পাসে গোলরক্ষক ইয়ান ওবলাককে পরাস্ত করেন ডি ব্রুইন।
এক গোলে এগিয়ে অ্যাতলেতিকোর বিপক্ষ শেষ আটের ফিরতি লেগ খেলতে মাদ্রিদ সফরে যাবে গার্দিওলার শিষ্যরা। দু’দল দ্বিতীয় লেগ খেলবে ১৩ এপ্রিল, ওয়ান্দা মেত্রোপোলিতানোতে।