স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ৫ এপ্রিল।। পৃথক জায়গায় দুর্ঘটনায় নিহত ২ ও আহত ২ জন। ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর কোয়াইফাং এডিসি ভিলেজে যান দুর্ঘটনায় প্রান হারাল এক ব্যক্তি ও আহত দুই ।
জোলাইবাড়ী থেকে টি আর ০৩ ই ১৭৩৭ নাম্বারের গাড়ী করে ঘর তৈরির সামগ্রী নিয়ে শিলাছড়ীর উদ্দ্যেশ্যে যাবার পথে কোয়াইফাং বাজার সংলগ্ন এলাকায় গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে এই দুর্ঘটনায় শতনু মগ ( ২৩ ) ঘটনাস্থলে প্রান হারায়।
অপরদিকে এই দুর্ঘটনায় আহত হয় ইশান ত্রিপুরা ( ৪০ ) ও নোয়াক্রি মগ ( ৩৫ )। অপরদিকে শান্তির বাজার মহকুমার বগাফা এলাকায় পা পিছলে দুর্ঘটনার কবলে পরে ৩ মাসের এক অন্তঃসত্ত্বা মহিলা। দুর্ঘটনার পর মহিলাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষনা করে। জানা যায় মৃত মহিলার নাম মমিতা রিয়াং। এই দুর্ঘটায় মহিলার অকাল প্রয়ানে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমেএসেছে।