আচমকাই ভারতের মাটিতে আছড়ে পড়ল চীনা রকেটের ধ্বংসাবশেষ

অনলাইন ডেস্ক, ৫ এপ্রিল।। রাতের অন্ধকার আকাশ ভেদ করে আচমকাই আগুনের গোলা হয়ে ভারতের রমাটিতে আছড়ে পড়ল চীনা রকেটের ধ্বংসাবশেষ। প্রাথমিক ভাবে মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ থেকে অনেকেই এই আগুনের গোলাকে আকাশ ভেদ করে মাটির দিকে নামতে দেখে।

প্রথমে অনেকেই এটিকে উল্কাপাত ভেবেছিল। তবে আকাশে এই আগুনের গোলা দেখা যাওয়ার কয়েক মিনিট পরেই মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় আছড়ে পড়ে একটি গোলাকৃতি বস্তু এবং একটি রিং। বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২১ সালে চীনের উৎক্ষেপণ করা একটি রকেটের ধ্বংসাবশেষ এটি।

সেন্টার অফ অ্যাস্ট্রোফিজিক্স-এর জ্যোতির্বিজ্ঞানী জোনাথান ম্যাকডাওয়েল এই ঘটনা প্রসঙ্গে একটি টুইট করে লেখেন, ‘আমি বিশ্বাস করি, এই ঘটনা চীনের রকেটের পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের জেরে ঘটেছে। চাং ঝেং ৩বি সিরিয়াল নম্বর ওয়াই ৭৭-এর তৃতীয় স্টেজ। এটা ২০২১-এর ফেব্রুয়ারিতে ছোড়া হয়েছিল। আশা করা যায়, আগামী কয়েক ঘণ্টায় ফের এটা ঢুকবে এবং পথটাও খুব ভালো বাছাই করা হয়েছে’।

এদিকে ঘটনা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরো বিজ্ঞানীও জানান, আমি বিশ্বাস করি যে এটি সম্ভবত চীনা সিজেড-৩বি ছিল কারণ এর সময় এবং স্থান মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ কমান্ডের পূর্বাভাসের সঙ্গে মিলে যায়। একাধিক বিশেষজ্ঞের বক্তব্য থেকে এটা অন্তত স্পষ্ট যে এই ঘটনা কোনও মহাজাগতিক ঘটনা ছিল না। বরং উপগ্রহ লঞ্চে ব্যবহৃত রকেট আছড়ে পড়েছে ভারতের মাটিতে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *