অনলাইন ডেস্ক,৫ এপ্রিল।। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা যশ দাশগুপ্তের মা জয়তী দাশগুপ্ত। মা এর প্রয়াণে মানসিক ভাবে বিপর্যস্ত যশ এবং নুসরত উভয়ে। এই কঠিন সময়ে ব্যক্তিগত পরিসরেই কাটাতে চান যশ-নুশরত। অনুরাগীদের উদ্দেশ্যে সেই কথা জানিয়েছেন টলিউডের এই জনপ্রিয় দম্পতি।
যশের ব্যক্তিগত সহায়ক মায়ের মৃত্যুতে মানসিক ভাবে বিপর্যস্ত অভিনেতা। তবে পাশে আছেন স্ত্রী, সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। যশকে মা- এর পারলৌকিক কাজ সারতেও সহায়তা করেছেন তিনি। মা, বাবার একমাত্র সন্তান যশ। মায়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ট ছিলেন তিনি। জানা যাচ্ছে মা জয়তী দাশগুপ্তের সঙ্গেই যশের বন্ডিং দৃড় হওয়ার কারণে মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জয়তী দাশগুপ্ত। হাসপাতালেও ভর্তি ছিলেন। এরই মাঝে রবিবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা করে প্রয়াত হন তিনি।