অনলাইন ডেস্ক, ৫ এপ্রিল।। জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা ‘ দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ রিয়েলিটি শো’র স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে তাঁর ক্যারিয়ার জীবন শুরু করেছিলেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে কপিল শর্মা সেরা কমেডিয়ান হিসেবে দেশের মধ্যে রয়েছেন। তাঁর স্টাইলের জন্য আলাদা পরিচিতিও রয়েছে ইন্ডাস্ট্রি জগতে। তাঁর ফ্যান ফলোইং প্রচুর।
সম্প্রতি কমেডি কিং কপিল শর্মার ৪১ তম জন্মদিন উদযাপন করা হল। ২ রা এপ্রিল ২০২২ সালে তাঁর জন্মদিন ছিল। তিনি তাঁর জন্মদিন উদযাপন করলেন হিমাচল প্রদেশ। তাঁর জন্মদিনে উপস্থিত ছিল তাঁর পরিবারের সাথে অল্প কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। তিনি দুর্দান্ত আড়ম্বরের সাথে তাঁর জন্মদিন পালন করলেন। জন্মদিনের কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
তিনি ২ রা এপ্রিল ১৯৮১ সালে অমৃতসরের জন্মগ্রহন করেন। জন্মদিনের ছবিগুলো শেয়ার হতেই প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। একটি ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, তাঁর স্ত্রী গিন্নি চত্রথ সাথে তাঁদের মেয়ে আনাইরাকে পোজ দিতে দেখা গিয়েছে। আরেকটিতে তিনি তাঁর বন্ধুদের সাথে পোজ দিয়ে ফটো তুলছেন। জন্মদিনের কেকটি খুবই দর্শনীয়। মনে হচ্ছে, সঙ্গীতের থিম ভিত্তিক কেক।
তাঁর জন্মদিনের কেকটি যেখানে রাখা হয়েছিল, তার পিছনে লেখা ছিল ‘শুভ জন্মদিন কপিল শর্মা। স্যার ‘। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে কপিল শর্মা তাঁর বন্ধুদের সাথে একটি সুন্দর নৃত্য পরিবেশন করছেন। তাঁর স্ত্রী এবং মেয়ে খুবই মজা করছে। তাঁর জন্মদিনে ভিডিওগুলো সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই তাঁর ভক্তরাও তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়েছে।