স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৫ এপ্রিল।। বিশালগড় থানার পুলিশ সোমবার গভীর রাতে পেট্রোলিং এ বেরিয়ে বিশালগড়স্থিত ঘনিয়ামাড়া কাঁঠালবাড়ি এলাকায় হাতে নাতে এক যুবক সহ টিআর ০১ এ ৭২৯৫ নম্বরের একটি বাইক আটক করে। পরবর্তী সময়ে বিশালগড় থানার পুলিশ বাইক সহ অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে আসে বিশালগড় থানায়।
এদিকে মঙ্গলবার সকালে বিশালগড় থানার পুলিশ জানতে পারে রাজধানী আগরতলার বোধজংনগর থানার অন্তর্গত কান্ত কোবরা এলাকার সমীর দেববর্মার মোটরবাইক সোমবার গভীর রাতে চুরি হয়।
জানা যায় বাড়ির বারান্দার তালা ভেঙে চুরের দল বাইকটি চুরি করেছে। যদিও বাইকটি বিশালগড় থানার পুলিশের হাতে আটক হয়। মঙ্গলবার দুপুর ১ টা ৩০ মিনিট নাগাদ বিশালগড় থানার পুলিশ বোধজং নগর থানার পুলিশের হাতে উক্ত বাইকটি সহ আটককৃত যুবক এলেমপু দেববর্মাকে তুলে দেয়।
তবে বলা বাহুল্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিশালগড় থানার অন্তর্গত বিভিন্ন এলাকায়ও দিনের পর দিন বাইক চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে, চোরেরদল বাইক গুলি চুরি করে নিয়ে বাংলাদেশের বর্ডারের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাচার করছে।
সূত্রের খবর বর্ডারে দায়িত্বপ্রাপ্ত বি এস এফ জওয়ানরা মোটা অঙ্কের বিনিময়ে পাচারকারীদের সাহায্য করছে। যার ফলে চোরের দল বাইক, গরু সহ বিভিন্ন জিনিস বাংলাদেশে পাচার করতে পারছে খুব সহজে।