স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ এপ্রিল।। মঙ্গলবার দিল্লিতে রাজ্য সভার কক্ষে সাংসদ হিসাবে শপথ নিলেন বিজেপি-র প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা। তাঁকে শপথ বাক্য পাঠ করান উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। এদিন বাংলায় শপথ নেন ডাঃ মানিক সাহা।
উল্লেখ্য এই প্রথম বারের মত বিজেপি-র কোন সাংসদ রাজ্য সভায় ত্রিপুরা থেকে শপথ নেন। গত ৩১ মার্চ রাজ্যের রাজ্য সভার একটি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে প্রত্যাশিত ভাবেই জয়ী হন বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা। আর এদিন শপথ গ্রহণের মধ্য দিয়ে সাংসদ হিসাবে নতুন ইনিংস শুরু করলেন তিনি।
আগামী দিনের ত্রিপুরার সমস্যা রাজ্যসভায় উপস্থাপন করে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী রাজ্যের মানুষ।