স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ এপ্রিল।। ৪০তম আগরতলা বইমেলার আজ ছিল নবম দিন। গতকাল অষ্টম দিনে আগরতলা বইমেলায় মোট ১০ লক্ষ ৮৫ হাজার ৬৮৬ টাকার বই বিক্রি হয়েছে। এদিকে আজ বাংলাদেশের তরুণ লেখক তথা ‘আরশিনগর’ উপন্যাসখ্যাত কথা সাহিত্যিক সাদাত হোসেইন ও প্রখ্যাত লেখক মাজহারুল ইসলাম আগরতলা বইমেলা পরিদর্শন করেন।
এক সাক্ষাৎকারে তারা জানান, এই প্রথম আগরতলা বইমেলায় আমাদের আসা। যে প্রত্যাশা নিয়ে এসেছিলাম তার চাইতেও ভালো লাগছে। রাজ্যের মানুষের ভালোবাসা ও আতিথেয়তায় আমরা মুগ্ধ। বইমেলায় রয়েছে প্রাণের ছোঁয়া। আজ হাঁপানিয়াস্থিত বইমেলায় কবি ও কবিতা মঞ্চে আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল ‘ত্রিপুরার সমাজ বিবর্তনে মহিলাদের অবস্থান।
সমাজ বিবর্তিনে মহিলাদের সততা, নিরলস কর্মপ্রচেষ্টা, লড়াই ও একাগ্রতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগীতা গুপ্তা, চিরশ্রী দেবনাথ ও অনিন্দিতা রায়। সঞ্চালনা করেন নন্দিতা দত্ত। এছাড়া এই মঞ্চে বাংলা ভাষায় ৬৪ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। আবৃত্তিতে অংশ নেন ৯ জন। এছাড়া ওপেন ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বইমেলার মূল সাংস্কৃতিক মঞ্চ প্রয়াত সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ির নামে আজ উৎসর্গ করা হয়। এই মঞ্চে সিপাহীজলার শিল্পীরা সমবেত নৃত্য ও একক নৃত্য পরিবেশন করেন। এছাড়া ক্লেবাড়ির পরিমল দেববর্মা ও তার দল মামিতা নৃতা ও রাজ্যের অন্যান্য শিল্পীরা বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়া রংপটি-এর শিল্পীগণ নাটক মঞ্চস্থ করেন।