অনলাইন ডেস্ক, ২ এপ্রিল।। কলকাতার বিতর্কিত ওয়েব সিরিজ হিসাবে পরিচিত ‘মন্টু পাইলট’এর প্রথম পর্বটি অশ্লীল সংলাপ, দৃশ্য এবং গালাগালির জন্য দর্শকের কাছে সমালোচনার শিকার হয়েছিল। অনেকে আপত্তি তুলে এটি নিষিদ্ধের দাবিও করেছিলেন। কিন্তু সব সমালোচনা ছাপিয়ে সেই ‘মন্টু পাইলট’ আবার ফিরছে। সিক্যুয়েলে নতুন গল্প নিয়ে আসছে। আর এই সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এরই মধ্যে ওয়েব সিরিজটির শুটিং হয়েছে। বর্তমানে এটি মুক্তির অপেক্ষায় আছে।
সম্প্রতি প্রযোজনা সংস্থা এসভিএফ প্রকাশ করেছে ‘মন্টু পাইলট’র দ্বিতীয় সিজনে মিথিলার ফার্স্টলুক। যা মুহূর্তেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আর এই সিরিজে মিথিলার খোলামেলা পোশাক ও চুম্বন দৃশ্য নিয়ে অনেকেই করেছেন কড়া সমালোচনা।
অন্যদিকে, সমালোচনা নিয়ে মুখ খুলেছেন মিথিলা। ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চরিত্রের খাতিরে যেটা তাকে করতে হবে তিনি সেটাই করবেন। একজন অভিনেতারও সেটাই করা উচিত। রাজর্ষি দে-র ‘মায়া’ সিনেমাতেও তাকে যেভাবে দেখা যাবে সেটা আরো সাহসী।
দীর্ঘদিন ধরে ছোট পর্দায় দেখা মিলছে না এই অভিনেত্রীর। জীবনের দ্বিতীয় অধ্যায় শুরুর পর থেকেই কলকাতায় থাকছেন মিথিলা। মাঝে মধ্যে বাংলাদেশে আসলেও কাজে দেখা মিলে না। সর্বশেষ বইমেলায় দেখা গেছে তাকে।