সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কার্যত বিচ্ছিন্ন রাশিয়ার জনগণ

অনলাইন ডেস্ক,১এপ্রিল।। একাধিক বিদেশি মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কার্যত বিচ্ছিন্ন রাশিয়ার জনগণ। দেশটির ক্ষমতাসীনদের নিশানা থেকে ছাড় পাচ্ছে না মুক্ত তথ্য ভান্ডার উইকিপিডিয়া ও সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলও।

ফোর্বস জানাচ্ছে, দুই জনপ্রিয় তথ্য ভান্ডারকে দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা।

উইকিপিডিয়া ও গুগলের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছে রাশিয়া। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় উইকিপিডিয়াকে ৪০ লাখ রুবল জরিমানা করা হতে পারে। একইসঙ্গে ভুল তথ্যে ভরা প্রতিবেদন সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রাশিয়ার যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংস্থার তরফে বলা হচ্ছে, ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে রাশিয়ার ব্যবহারকারীদের ভুল তথ্য জানানোর চেষ্টা করা হচ্ছে। সেই তথ্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।

এর আগেই রাশিয়া বলেছিল, গুগলকে ৮০ লাখ রুবল বা রাশিয়ায় গুগল বার্ষিক যে লাভ করে, তার ২০ শতাংশ জরিমানা বাবদ আদায় করা হবে। ইউটিউবের বিরুদ্ধেও যুদ্ধ নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগ এনেছে ভ্লাদিমির ‍পুতিনের দেশ।

ইতিমধ্যেই রাশিয়া ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সে ক্ষেত্রেও একই অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে একাধিক মার্কিন সংস্থাও যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ায় তাদের পরিষেবা বন্ধ করে দিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *