ভারতে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

অনলাইন ডেস্ক,১এপ্রিল।। চীনে দুই দিনের সফর শেষে ভারতে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

গতকাল বৃহস্পতিবার দুই দিনের সফরে ভারতে পৌঁছান তিনি। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করতে পারেন বলে জানিয়েছেন সের্গেই লাভরভের মুখপাত্র মারিয়া জাখারোভা।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর ভারতে আগমন নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। ক্যাপশনে তিনি লিখেছেন, রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে স্বাগত। তিনি একটি সরকারি সফরে নয়া দিল্লিতে পৌঁছেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, রুশ অপরিশোধিত তেল ক্রয় এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের জন্য রুপি-রুবল পেমেন্ট সিস্টেম স্থাপন করা নিয়ে জয়শঙ্করের সঙ্গে সের্গেই লাভরভরের আলোচনা হতে পারে। ভারত রাশিয়ার এস-৪০০ মিসাইল সিস্টেমের বিভিন্ন সামরিক হার্ডওয়্যার এবং উপাদানগুলোর সময়মতো সরবরাহের জন্য চাপ দিতে পারে।

এর আগে ল্যাভরভ দুই দিনের সফরে চীন গিয়েছিলেন। সেখানে সফর শেষে গতকাল ভারতে আসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এদিকে, গত সপ্তাহেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফরে এসেছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *