বাগবাসা আউটপোস্টের পুলিশের রুটিন তল্লাসিতে আটক করেছে প্রচুর গাঁজা

 

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১ এপ্রিল।। বাগবাসা আউটপোস্টের সাফল্য। রুটিন তল্লাশিতে গাড়ি সহ আটক গাঁজা।  আবারো উত্তর জেলার ধর্মনগর থানার অন্তর্গত বাগবাসা আউটপোস্টের পুলিশের রুটিন তল্লাসিতে আটক করেছে প্রচুর শুঁকনো গাঁজা।

শুক্রবার সকালে TR 01 AM 1522 নম্বরের একটি বলেরো পিকআপ থেকে ৯ প্যাকেটে ২১ কেজি গাঁজা আটক করে বাগবাসা আউটপোস্টের পুলিশ। সেই সাথে গাড়ি চালক সঞ্জীব নমকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত গাড়ি চালকের বাড়ি চাম্পামুড়া তে।

আটককৃত গাজার বাজার মূল্য প্রায় ২লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।বিগত কয়েকদিন পূর্বেই বাগবাসা আউট পোষ্টের পুলিশ বহি রাজ্যে পাচারের উদ্যেশ্য নিয়ে যাওয়ার পথে প্রচুর পরিমানের গাজা আটক করতে সক্ষম হয়েছিল।আবারো উত্তর জেলার ধর্মনগর থানার অন্তর্গতবাগবাসা আউটপোস্টের পুলিশের রুটিন তল্লাসিতে আটক প্রচুর শুঁকনো গাঁজা।

শুক্রবার সকালে TR 01 AM 1522 নম্বরের একটি বলেরো পিকআপ থেকে ৯ প্যাকেটে ২১ কেজি গাঁজা আটক করে বাগবাসা আউটপোস্টের পুলিশ। সেই সাথে গাড়ি চালক সঞ্জীব নমকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত গাড়ি চালকের বাড়ি চাম্পামুড়া তে। আটককৃত গাজার বাজার মূল্য প্রায় ২লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *