আসন্ন জি-২০ সম্মেলন ফলপ্রসূ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে না রাখার অভিমত

অনলাইন ডেস্ক,১এপ্রিল।। আসন্ন জি-২০ সম্মেলন ফলপ্রসূ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে না রাখার অভিমত জানিয়েছে কানাডা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে তার এই অভিমত জানিয়েছেন।

তিনি বলেন, পুতিনের উপস্থিতি ‘আমাদের জন্য ‘ভিন্নতর কঠিন জটিলতা তৈরি করবে এবং এটি জি-২০ জন্য ফলপ্রসূ হবে না। কানাডাসহ অনেক দেশের জন্য এটি একটি বড় সমস্যা হবে।’

তিনি আরও বলেন, জি-২০ শীর্ষ সম্মেলনের লক্ষ্য হচ্ছে ‘আমরা কীভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিচালনা এবং প্রবৃদ্ধি জোরদার করবো এর উপায় নির্ধারণ করা।’

ট্রুডো বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বের সকলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয়েছে এবং আমরা কীভাবে ইউক্রেনে রাশিয়ার অবৈধ আগ্রাসনের ফলে সৃষ্ট সংকটকে মোকাবিলা করবো রাশিয়া সেই গঠনমূলক আলোচনার অংশীদার হতে পারে না।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর গ্রুপ জি-২০ থেকে পুতিনকে বাদ দেয়া সমর্থন করেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, বালিতে অনুষ্ঠিতব্য গ্রুপের শীর্ষ সম্মেলনে পুতিনকে বাধা দেয়া উচিত।

গত সপ্তাহে রাশিয়ার একজন দূত জাকার্তায় বলেছেন, পুতিন জি-২০ সম্মেলনে যোগ দিতে চান। কিন্তু জি-২০ জোটের সকল সদস্য রাষ্ট্র এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *