অনলাইন ডেস্ক,১এপ্রিল।। ইউক্রেনে সেনা অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরমে উঠেছে। এ অবস্থার মধ্যেই রাশিয়ার তৈরি সয়ুজ মহাকাশযানে চড়ে পৃথিবীতে ফিরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নভচারী। প্রায় এক বছর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থান করার পর গত ৩০ মার্চ তিনি পৃথিবীতে নিরাপদে অবতরণ করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভচারী মার্ক ভান্দে হেই এবং রুশ মহাকাশচারী আন্তন শকাপলরভ ও পাইটর ডুব্রোভকে বহনকারী মহাকাশযানটি আইএসএস থেকে আনডক করার কয়েক ঘণ্টা পরে মধ্য কাজাখাস্তানের তুষারাচ্ছাদিত প্রান্তরে প্যারাস্যুটের সহায়তায় অবতরণ সম্পন্ন করে। মহাকাশে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সময় অবস্থানের রেকর্ড গড়েছেন ভান্দে হেই । তিনি ৩৫৫ দিন মহাকাশে ছিলেন। এর আগে এই রেকর্ডটি ছিল স্কট কেলির যিনি ২০১৬ সালে ৩৪০ দিন মহাকাশে ছিলেন।
নাসা জানিয়েছে, আইএসএস-এ দুই দেশ নিজেদের মধ্যে সহযোগিতা অব্যাহত রেখেছে। যদিও ইউক্রেন আক্রমণের পর পরই রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোজগিন বেশ কয়েকটি ক্ষুব্ধ টু্যইট করেছিলেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, রাশিয়া আইএসএস পরিত্যাগ করতে পারে এবং এটিকে পৃথিবীতে ফিরে যেতে দিতে পারে। তিনি রাশিয়ান মহাকাশচারীদের ভান্দে হেইকে আইএসএস-এ পরিত্যাগ করার একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে মস্কো এবং মহাকাশ ভ্রমণে অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার রকেটের ওপর নির্ভরশীল হওয়ায় ইউরোপীয় মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহে একটি মনুষ্যবিহীন মিশন স্থগিত করেছে।
যুক্তরাজ্য-ভিত্তিক স্যাটেলাইট কোম্পানি ওয়ান ওয়েব তাদের একাধিক উৎক্ষেপণ বাতিল করেছে কারণ তারা রাশিয়ার তৈরি রকেটের ওপর নির্ভরশীল ছিল। এর কিছু অংশ তারা যুক্তরাষ্ট্র ভিত্তিক স্পেসএক্সে স্থানান্তরিত করেছে।