অনলাইন ডেস্ক, ৩১ মার্চ।। মানবিক করিডোর খোলার জন্য ইউক্রেনের বন্দর নগরী মারিউপুলে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে সেখানকার বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার শুরু হবে। খবর বিবিসির।
এএফপি জানিয়েছে, বুধবার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির সরাসরি অংশগ্রহণে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার প্রস্তাব করেছি।
মন্ত্রণালয় জানায়, রুশ সামরিক বাহিনী নিয়ন্ত্রিত বারদিয়ানস্ক বন্দর হয়ে মারিউপোল থেকে জাপোরিঝিয়া পর্যন্ত একটি মানবিক করিডোর খোলা হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে এই মানবিক করিডোর।
তবে এ ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুঁশিয়ারি ও নিষেধাজ্ঞার মুখে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর একাধিক বড় শহর দখল করে নেয় নেয় রুশ বাহিনী। কিন্তু রাজধানী কিয়েভ ও মারিউপোলের মতো কিছু কিছু শহরে থমকে যেতে হয়।