অনলাইন ডেস্ক, ৩১ মার্চ।। ভারতে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে লাগাতার বেড়ে চলেছে জ্বালানির দাম। সর্বশেষ ১০ দিনে নয়বার বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম।
দেশটির বাংলা দৈনিক আজকাল জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে বাড়ে ৮০ পয়সা। গত ১০ দিনে প্রতি লিটারে মোট বেড়েছে ৬ রুপি ৪০ পয়সা।
কলকাতায় এক লিটার পেট্রোলের দাম প্রায় পৌঁছেছে ১১২ রুপির কাছাকাছি। বৃহস্পতিবার মধ্যরাতে প্রতি লিটারে ৮০ পয়সা বাড়ার পর এক লিটার পেট্রোলের দাম হয় ১১১.৩৫ রুপি। প্রতি লিটার ডিজেলের দাম ৯৬.২২ রুপি।
তবে দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম এখন ১০১.৮১ রুপি, ডিজেল ৯৩.০৭ রুপি। মুম্বাইতে ডিজেলও সেঞ্চুরি হাঁকিয়েছে। এক লিটার ডিজেলের দাম সেখানে ১০০.৯৪ রুপি, পেট্রোল ১১৬.৭২ রুপি। চেন্নাইতে এক লিটার পেট্রোল ১০৭.৪৫ রুপি।
প্রতিবেদনে বলা হয়, রাজ্যের চাপানো করের কারণে এক এক রাজ্যে তেলের দাম ভিন্ন।
গত বছরের ৪ নভেম্বর শেষবার ভারতে তেলের দাম বাড়ে। এরপর গত ২২ মার্চ ফের পুনর্বিবেচনা করে বাড়ানো হয় জ্বালানির দাম। তারপর থেকে রোজই বাড়ছে। বিরোধী দলসহ অনেকের মতে, ভোটের জন্য মাঝে চার মাস তেলের দাম একই ছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমেই বাড়তে থাকবে জ্বালানির দাম।