পাঁচ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে ব্রাজিল

অনলাইন ডেস্ক, ৩১ মার্চ।। পাঁচ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে ব্রাজিল। সেলেসাওদের জায়গা ছেড়ে দিয়ে প্রায় চার বছর পর দুইয়ে নেমে গেছে বেলজিয়াম।

২০১৮ সালের সেপ্টেম্বরের পর থেকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছিল রবার্তো মার্তিনেসের দল। তবে কাতার বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার ঠিক একদিন আগে সিংহাসনচ্যুত হলো বেলজিয়াম।

দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব থেকে এক ম্যাচও না হেরে সবার আগে ২০২২ বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। সেই সঙ্গে কো-এফিশিয়েন্টও ৯.২৭ রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছে কোচ তিতের দল। মোট ১৮৩২.৬৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের আগের রেটিং পয়েন্ট ছিল ১৮২৩.৪২।

আজ প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ের তালিকায় তিনে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এর পরের স্থানে যথাক্রমে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ইতালি, স্পেন, পর্তুগাল, মেক্সিকো ও নেদারল্যান্ডস। সেরা দশে জায়গা হয়নি জার্মানির। ১২তম স্থানে আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ।

এবারের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ারা। মালদ্বীপের মাঠে ২-০ গোলে হারের পর ঘরের মাটিতে মঙ্গোলিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ।
তাতে দুই ধাপ পিছিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮৮তম স্থানে জায়গা করে নিয়েছে লাল-সবুজরা। সাফ অঞ্চলে সবচেয়ে এগিয়ে থাকা ভারতের অবস্থান ১০৬তম।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *