কেজরিওয়ালের বাড়ি ভাঙচুরের ঘটনায় ৮ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক, ৩১ মার্চ।। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ভাঙচুরের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের ছয়টি দল অভিযান চালাচ্ছে। আরও কয়েকজনের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর।

দিল্লি বিধানসভায় তাঁর বক্তৃতায়, কেজরিওয়াল কাশ্মীর ফাইলের প্রচারের জন্য বিজেপিকে কটাক্ষ করেছিলেন। এরপর বুধবার কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের নেতৃত্বে আইপি কলেজ থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনে বিক্ষোভ চালানো হয় বলে অভিযোগ।তাঁর বাড়ির সামনের গেট ভাঙচুর করা হয়। আম আদমি পার্টির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল বিজেপির বিরুদ্ধে কেজরিওয়ালের বাসভবন ভাঙচুরের অভিযোগ তোলা হয়েছে। টুইটে লেখা ছিল: “মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে বিজেপি আক্রমণ করেছে! নিরাপত্তা বাধা, সিসিটিভি ক্যামেরা, বাড়ির গেট ভাঙা হয়েছে। বিজেপির দিল্লি পুলিশের পূর্ণ সমর্থনে এই কাজ করেছে। কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের দাবি তোলা জন্য এসব হল?”

এর পরপরই মিডিয়াকে সম্বোধন করে, সিনিয়র AAP নেতা মনীশ সিসোদিয়া চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেছেন যে বিজেপি কেজরিওয়ালকে হত্যা করতে চায়। কারণ তারা কেজরিওয়ালকে নির্বাচনে পরাজিত করতে পারেনি। তিনি আরও বলেন, “আজ, বিজেপির গুন্ডারা পুলিশের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছেছে। তারা নির্বাচনে তাকে হারাতে পারবে না তাই তারা তাকে হত্যা করতে চায়।” আম আদমি পার্টির বেশ কয়েকজন সিনিয়র নেতা দিল্লি পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতা ও কর্মীদের মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলায় অনুমতি দেওয়ার জন্য অভিযুক্ত করেন। এরপর বৃহস্পতিবার ৮ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *