চড় মারার ঘটনায় নীরবতা ভেঙেছেন জেডা পিংকেট স্মিথ

অনলাইন ডেস্ক, ৩০ মার্চ।। অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে অভিনেতা উইল স্মিথের চড় মারার ঘটনায় নীরবতা ভেঙেছেন তার স্ত্রী জেডা পিংকেট স্মিথ।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মূলত অস্কারের মঞ্চে ঘটে যাওয়া প্রসঙ্গ টেনে জেডা পিংকেট মঙ্গলবার ইস্টাগ্রামে লিখেছেন, ‘এখন ক্ষত শুকানোর সময় এবং আমি সেটাই করতে চাই।’

অন্যদিকে, ঘটনার পর ক্রিস রকের কমেডি শোগুলোর টিকিটের দাম ও বিক্রির পরিমাণ– দুটোই বেড়েছে।

ঘটনার সূত্রপাত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মঞ্চে ক্রিস রকের একটি ঠাট্টা দিয়ে। উইল স্মিথের স্ত্রী, আরেক প্রখ্যাত অভিনেত্রী জেডা পিংকেট স্মিথের চুলহীন মাথা নিয়ে পরিহাস করেন ক্রিস রক।

অস্কারের মঞ্চে ঠাট্টা একটি নিয়মিত অংশ হলেও, জেডা পিংকেটকে নিয়ে ক্রিস রকের ঠাট্টা ছাড়িয়ে যায় সংবেদনশীলতার মাত্রা। একধরনের অসুস্থতার কারণে চুল পড়ে যাওয়ার ফলে পিংকেট তার মাথা মুড়িয়ে ফেলেছেন, কিন্তু ক্রিস রক সেটা নিয়েই মজা করার চেষ্টা করেন।

প্রথমে হাসিমুখে থাকলেও, পিংকেটের প্রতিক্রিয়ায় স্মিথ মেজাজ হারান। মুহূর্তেই মঞ্চে উঠে সপাটে চড় কষিয়ে দেন ক্রিসকে।

শুরুতে অনেকেই ভেবেছিলেন, এটাও বুঝি অস্কার উপস্থাপনার কোন অংশ, কিন্তু উইল স্মিথের রাগত চেহারা আর মুখের ছাপার অযোগ্য ভাষা ব্যবহারেই পরিষ্কার হয়ে যায় এটি কোন সাজানো ঘটনা নয়।

এর কিছুক্ষণ পর, কিং রিচার্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে, জীবনের প্রথম অস্কার পুরস্কার গ্রহণ করেন উইল স্মিথ। কিন্তু তার এই অর্জনকে ছাপিয়ে যায় ওই চড় মারার ঘটনা।

এই ঘটনার জন্য উইল স্মিথ ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন। এসব নিয়ে বিশ্বজুড়ে মূলধারার সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনার ঝড় বইলেও জেডা পিংকেট একেবারেই নীরব ছিলেন।

এদিকে স্মিথের হাতে চড় খাওয়া ক্রিস রক এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও চড়ের ঘটনার পর তার কমেডি শোগুলোর টিকেটের দাম বহুলাংশে বেড়ে গেছে। বিক্রিও হচ্ছে প্রচুর।

লাইভ ইভেন্ট টিকেটিং সাইট টিকপিকের দেওয়া তথ্য অনুসারে, সোমবার রাতে তারা রকের যত টিকেট বিক্রি করেছে, তা এর আগের এক মাসে বিক্রি হওয়া টিকেটের তুলনায় বেশি।

টিকপিকের একজন মুখপাত্র যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএসকে জানান, বুধবার বস্টনে ক্রিস রকের একটি শো আছে। সেই শোয়ের টিকিটের নির্ধারিত দাম ছিল ৪৬ ডলার। তা এখন বেড়ে ৪১১ ডলারে পৌঁছেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *