অনলাইন ডেস্ক, ৩০ মার্চ।। সম্প্রতি মুক্তি পেয়েছে আরআরআর (RRR) ছবি। এই দক্ষিণী সিনেমা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দিনেই ব্যাপক হিট করেছে। এর পর যত দিন যাচ্ছে দক্ষিণী মুভিটির আয়ের পরিমাণ বেড়েই চলেছে। মুভিটি থেকে এখনো পর্যন্ত বেশ ভালোরকম আয় হয়েছে। ছবিটির পরিচালক এস. এস. রাজমৌলি। ছবিটি বলিউডের ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি ও দ্য কাশ্মীরি ফাইলসকে’ পিছনে ফেলে দিয়েছে।
বলাই বাহুল্য, দক্ষিণী ছবি একের পর এক বলিউডকে পিছনে ফেলে দিচ্ছে। নতুন ছবি হিন্দি ভার্সনে এখনো পর্যন্ত ৪০ কোটি টাকা প্রয়োজন আয় করে নিয়েছে। আশা করা যায়, আরো বেশি আয় হবে হিন্দি ভার্সনে। ছবিটি তামিল ভাষায় তৈরি হলেও, হিন্দি, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষাতেও সংস্করণও করা হবে। যার ফলে পুরো দেশের মানুষ এই ছবিটিকে উপভোগ করতে পারছে। শুধু দেশের মানুষ নয় বিদেশেও ছবিটি রমরমিয়ে চলছে।
এবার ছবি নিয়ে মুখ খুললেন সালমান খান। তবে তাঁর প্রতিক্রিয়া কিছুটা অন্য রকম ছিল। তিনি বললেন এক সাক্ষাৎকারে, RRR ছবিটি ভালো চলছে, এটি খুবই ভালো খবর। তবে আপনারা বলতে পারেন, দক্ষিণ ভারতীয় ছবি এখানে রমরমিয়ে চললেও, কেন বলিউডের ছবি দক্ষিণ ভারতে রমরমিয়ে চলে না? কেন ভাল আয় করা সম্ভব হয় না? বলিউডের প্রথম থেকেই এরকম ছবি প্রচলন রয়েছে।
তিনি আরো বলেন, এরকমই রক্ত গরম করা অনেক ছবি বলিউডে মুক্তি পেয়েছে। এরকম বলিউডে অনেক ছবি রয়েছে। তাহলে কি বলা যায় না, দক্ষিণ ভারতীয় ছবিগুলো কপি করে করা হচ্ছে। বলিউডের ফর্মুলায় ব্যবহার করে দক্ষিণ ভারতীয় ছবিগুলো তৈরি করা হচ্ছে। যে ফর্মুলা এত বছর ধরে বলিউডে ব্যবহার করা হয়েছে। উদাহরণ স্বরূপ হলো, ‘ দাবাং ‘। আপনাদের এটা জানিয়ে রাখি, বলিউডের এই সুপারস্টার যাই বলুক না কেন, শীঘ্রই তাঁর অভিষেক হতে চলেছে তামিল ছবি ‘ গডফাদারতে ‘। সুপারস্টার চিরঞ্জীবীর এই ছবিতে সালমান খান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন।