সৌদি জোট ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ রাখবে

অনলাইন ডেস্ক, ৩০মার্চ।। ইয়েমেন সমস্যার রাজনৈতিক সমাধানের পথ খোলা রাখতে পবিত্র রমজান মাসে সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদির নেতৃত্বাধীন জোট।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বুধবার সকাল ছয়টা থেকে সৌদি জোট ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ রাখবে।

বুধবার জার্মান গণমাধ্যম ডয়েচ ভেলের খবরে বলা হয়, সৌদির এই সিদ্ধান্তকে অর্থহীন বলে খারিজ করে দিয়েছে হুতি। তাদের বক্তব্য, দেশের বন্দরগুলি আগে পুরোপুরি খুলতে হবে।

সৌদির নেতৃত্বাধীন জোট মঙ্গলবার অস্ত্রবিরতির ঘোষণা দেয়। এর আগে জাতিসংঘ রমজানে অস্ত্রবিরতির আহ্বান জানানো হয়েছিল। আগামী ২ এপ্রিল থেকে সৌদিতে রমজান শুরু হচ্ছে।

সৌদির নেতৃত্বাধীন জোটের মুখপাত্র বলেছেন, অস্ত্রবিরতিকে সফল করতে সব ধরনের চেষ্টা করা হবে। তারা রমজান মাসে শান্তি ও ইতিবাচক পরিস্থিতির পক্ষে। তারা চান, এই বিরোধ মিটে যাক।

তবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। তাদের বক্তব্য, জোটের তরফ থেকে দেশের বন্দরগুলি বন্ধ রাখা হয়েছে। সানা বিমানবন্দরও বন্ধ।

হুতির মুখপাত্র বলেছেন, জোট যদি বন্দরগুলি থেকে অবরোধ না তোলে তাহলে সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা অর্থহীন। লড়াইয়ের থেকেও বন্দর অবরোধ বেশি মারাত্মক বলে হুতি জানিয়েছে।

ইয়েমেনে গত সাত বছর ধরে এই লড়াই চলছে। যুদ্ধের কারণে ইয়েমেনের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন।

একতরফা অস্ত্রবিরতি কতদিনের জন্য হবে এবং হুতিরা শেষপর্যন্ত তাতে সায় দেবে কি না, তা নিয়ে বিশ্লেষকদের সন্দেহ রয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *