অনলাইন ডেস্ক, ৩০ মার্চ।। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭ দেশের জোট বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সচিবালয়ের অপারেশনাল বাজেট বাড়ানোর জন্য ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ঢাকায় অবস্থিত বিমসটেকের সচিবালয়ে এই সহায়তা দেয়ার ঘোষণা দেন তিনি।
পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি এক ভাষণে মোদি বলেন, ‘বিমসটেক সচিবালয়ের সক্ষমতা জোরদার করা গুরুত্বপূর্ণ… আমি মহাসচিবকে এটির জন্য একটি রোডম্যাপ তৈরি করার পরামর্শ দিচ্ছি।’
সূত্রে জানা গেছে, ভারতীয় প্রধানমন্ত্রী বিমসটেকের জন্য একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে একটি শক্তিশালী ক্ষেত্র তৈরি করার কথা জানিয়েছেন। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য বাড়ানো গুরুত্বপূর্ণ বলেও মনে করেন মোদি।
ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অঞ্চল স্বাস্থ্য ও অর্থনৈতিক নিরাপত্তার চ্যালেঞ্জের মুখোমুখি। আমাদের প্রয়োজন একতা ও সহযোগিতা।’
রাশিয়া-ইউক্রেন সংঘাতের কথা উল্লেখে করে মোদি বলেন, ইউরোপের সাম্প্রতিক ঘটনাবলি আন্তর্জাতিক শৃঙ্খলার স্থিতিশীলতার ওপর প্রশ্ন চিহ্ন উত্থাপন করেছে। এটি আঞ্চলিক সহযোগিতাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
তিনি আরও বলেন, ‘বঙ্গোপসাগরকে সংযোগ, সমৃদ্ধি ও নিরাপত্তার সেতু হিসেবে গড়ে তোলার সময় এসেছে।’
বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলো হলো- ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, নেপাল ও ভুটান।
বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ২-০ গোলে জিতেছে উরুগুয়ে। ম্যাচ শেষ হওয়ার ১১ মিনিট আগে ৪ মিটার দূর থেকে চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে গোল করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন সুয়ারেস। গোলটি করে মেসিকে টপকে যান তিনি।
দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন জানায়, বাছাইপর্বে ৬২ ম্যাচে ২৯ গোল পেলেন সুয়ারেস। যা মেসির চেয়ে দুই গোল বেশি।
বাছাইয়ের আরেক ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করা আর্জেন্টিনার হয়ে গোলের দেখা পাননি মেসি। অন্যদিকে, চিলির বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে উরুগুয়ে। ম্যাচের শেষ মুহূর্তে দলের দ্বিতীয় গোলটি করেন ফেদেরিকো ভালভার্দে। এ নিয়ে নতুন কোচ দিয়েগো আলোনসোর অধীনে বাছাইপর্বে টানা চার ম্যাচ জিতল উরুগুয়ে।
গত ডিসেম্বরে কোচ অস্কার তাবারেজকে বরখাস্ত করে উরুগুয়ে। তার অধীনে টানা চার হারে বিশ্বকাপের টিকিট পাওয়াটাও ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল ‘লা চেলেস্তে’রা । তবে তাবারেজের স্থলাভিষিক্ত হওয়া আলোনসোর অধীনে ঘুরে দাঁড়িয়ে বাছাইয়ের তালিকায় চতুর্থ স্থানে থেকে সরাসরি কাতার বিশ্বকাপ নিশ্চিত করল উরুগুয়ে।
উরুগুয়ে ছাড়াও কনমেবল থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল, আর্জেন্টিনা ও ইকুয়েডর। পাঁচে থাকা পেরুকে কাতার যেতে হলে পার হতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]