করোনায় মানুষকে সচেতন করার ‘কলার টিউন’ এবার বন্ধের পথে

অনলাইন ডেস্ক, ২৯ মার্চ।। করোনা পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিকের পথে। রাজ্যে শুরু হয়েছে ১২ থেকে ১৪ বছরের টিকাকরণ। কর্বেভ্যাক্স-এর ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সকল অভিভাবকদেরই তাদের সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন। ষাটোর্ধ্ব-এর দেওয়া হয়েছে প্রিকওশন হিসেবে বুস্টার ডোজ।

এই অবস্থায় এবার করোনায় মানুষকে সচেতন করার ‘কলার টিউন’ এবার বন্ধের পথে। এমনটাই নির্দেশ দিয়েছে কেন্দ্র। তবে কবে থেকে এই কলার টিউন বন্ধ হতে চলেছে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।

দীর্ঘ দু’ বছর ধরে চলছে করোনাবিধি নিয়ে সতর্কীকরণ কলার টিউন। এবার থেকে ফোন করলে আর শোনা যাবে না এই সতর্কতামূলক কলার টিউন!

২০২০ সালে করোনা পরিস্থিতি শুরুতে এই ঘোষণাটির কণ্ঠ দিয়েছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। এর পর কলার টিউনে কণ্ঠ দেন জসলিন ভাল্লা। যেখানে জনগণকে বারবার হাত ধুতে, ও সোশ্যাল ডিসটেন্স মেনে চলার বার্তা দেওয়া হয়।

করোনা অতিমারিতে সাধারণ মানুষকে সচেতন করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল এই কলার টিউন। ফোন করলে প্রায় দু’বছর ধরে কখনও শোনানো হত করোনা বিধিসম্মত সতর্কীকরণ। আবার কখনও কতজন মানুষ ভ্যাকসিন পেয়েছেন তার পরিসংখ্যান।

যদিও এই সচেতনতমূলক কলার টিউন নিয়ে বিরূপ প্রতিক্রিয়াও শোনা গিয়েছে। অনেকের বক্তব্য ছিল এই কলার টিউনের কারণে হঠাৎ কারণে অনেক অসুবিধা হয়। জরুরি দরকারে কাউকে ফোন করলে এই কলার টিউনের জন্য অনেক সমস্যায় পড়তে হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *