স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৯ মার্চ।। হিন্দু সম্প্রদায়ের নাবালিকা কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে নিয়ে যাওয়ার দায়ে এক মুসলিম সম্প্রদায় ভুক্ত যুবককে গ্রেপ্তার করেছে রাধা কিশোর পুর মহিলা থানার পুলিশ৷
আটক যুবকের নাম আব্দুল রফিক৷ তাকে আগরতলা থেকে আটক করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় রাজারবাঘ এলাকার ওই মুসলিম যুবক অপর এক হিন্দু সম্প্রদায়ের নাবালিকা কন্যা কে প্রেমের ফাদে ফেলে৷ প্রেমের ফাঁদে ফেলে ওই নাবালিকা কন্যাকে তুলে নিয়ে যায় আগরতলায়৷ এ ব্যাপারে নাবালিকা কন্যার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে মহিলা থানার পুলিশ মামলা গ্রহণ করে ঘটনার তদন্তে নামে৷
তদন্তে নেমে পুলিশ জানতে পরে ওই নাবালিকাকে নিয়ে ওই যুবক আগরতলায় চলে গেছে৷ সূত্রটির কাছ থেকে পাওয়া খবর এর পরিপ্রেক্ষিতে উদয়পুর মহিলা থানার পুলিশ আগরতলার উদ্দেশে রওয়ানা হয়৷ স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে ওই যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ৷
যুবকটিকে আগরতলা থেকে আটক করে উদয়পুর নিয়ে যাওয়া হয়৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷