ইট দিয়ে মাথায় আঘাত, উদয়পুরে গুরুতর আহত এক যুবক

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৯ মার্চ।।উদয়পুর এর পূর্ব গোকুলপুর ৫ নম্বর ওয়ার্ডে এক যুবককে ইট দিয়ে মাথা থেঁতলে দিয়েছে অপর এক ব্যক্তি৷ ইটের আঘাতে আহত যুবকের নাম অরূপ পাল৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ তার মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে৷ ইটের আঘাতে মাথা ফেটে তার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে৷ এ ব্যাপারে রাধা কিশোর পুর থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷

ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে আহত যুবক অরূপ পাল জানায় সে রেশন থেকে রেশন সামগ্রী নিয়ে বাড়িতে যাচ্ছিল৷ তখন ওই রাস্তায় তাকে আটক করে তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়৷ অভিযুক্ত ব্যক্তির নাম মাখন সূত্রধর৷ মাখন সূত্রধর সম্পর্কে আক্রান্ত যুবককে মেসোমশাই বলে জানা গেছে৷ তার বিরুদ্ধে থানায় সুনিদৃষ্ট মামলা গৃহীত হয়েছে৷

কেন এই ঘটনা সংঘটিত হয়েছে সে সম্পর্কে জানতে চাওয়া হলে আক্রান্ত যুবক জানায় এ ব্যাপারে সে কিছুই জানেনা৷ হঠাৎ রাস্তায় তার উপর ইট দিয়ে আঘাত করে বলে অভিযোগ করেছে৷ পুলিশ মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে অভিযুক্তকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক বলে জানা গেছে৷ তাকে আটক করার জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *