স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৮ মার্চ।। ভালোবাসার ফাঁদে পড়ে ধর্ষণের শিকার হল এক নাবালিকা। ঘটনা কাকড়াবন থানার অন্তর্গত জামজুড়ি মুড়াপাড়াতে। জানা যায়, মহারানীর বাসিন্দা বিনয় মিয়া সরকার হিন্দু পরিচয় দিয়ে জামজুড়ি মুড়াপাড়ার এলাকার এক নাবালিকা কন্যাকে ভালোবাসার জালে ফেলে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ করে নাবালিকা কন্যা সহ তার পরিবার।
রবিবার উদয়পুর মহারানী এলাকার যুবক বিনয় মিয়া সরকারে নামে যুবকের বিরুদ্ধে কাকড়াবন থানায় মামলা করা হয়। কাঁকড়াবন থানার পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে রবিবার রাতেই অভিযুক্ত বিনয় মিয়া সরকারকে আটক করে কাঁকড়াবন থানায় নিয়ে আসে।
অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন করে সোমবার দুপুরে উদয়পুর দায়রা আদালতে তুলা হয়।পুলিশ সূত্রে আরো জানা যায় অভিযুক্ত বিনয় মিয়া সরকার মুসলিম হয়ে হিন্দু পরিচয় দিয়ে বেশ কিছু মেয়েকে প্রেমের জালে ফেলেছে।