মুক্তি পেল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ চ্যাপটার ২’-এর ট্রেলার

অনলাইন ডেস্ক, ২৮ মার্চ।। শেষ পর্যন্ত মুক্তি পেল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ চ্যাপটার ২’-এর ট্রেলার। বেঙ্গালুরুতে ছবির অফিসিয়াল ট্রেলার উদ্বোধন করেন করণ জোহর। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক যশ। সঙ্গে অন্যতম আকর্ষণ সঞ্জয় দত্ত ও রাবিনা ট্যান্ডন। এর আগে ‘কেজিএফ চ্যাপটার ১’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ২১ ডিসেম্বর। ৮০ কোটি টাকায় তৈরি হয়েছিল কন্নড় এ সিনেমা। প্রথম ছবি ২৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। এর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন দক্ষিণী তারকা যশ।

প্রথম সিনেমার পর তৈরি হয়েছিল ছবির পরবর্তী চ্যাপটার নিয়ে কৌতূহল। সঞ্জয়-রাবিনার নতুন লুক সেই কৌতূহল আরও বাড়িয়ে দেয়। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে পেছাতে থাকে সিনেমা মুক্তির তারিখ। শেষ পর্যন্ত আসছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’। রোববার মুক্তি পাওয়া এ সিনেমার ট্রেলারে নজর কাড়লেন তারা তিনজন।

চ্যাপটার ২-এর ট্রেলার মুক্তির সঙ্গে জানান হলো এটি মুক্তি পাবে ১৪ এপ্রিল। চ্যাপটার ১’-এর যশের চরিত্র রকির উত্থান দেখানো হয়েছিল। এরপর থেকেই ‘চ্যাপটার ২’র কাহিনি শুরু। পুরোনো গল্পের সূত্র ধরেই ট্রেলারের শুরুটা দেখানো হয়।

রাবিনা ট্যান্ডনের চরিত্রটিকে উপস্থাপন করা হয় দেশের প্রধানমন্ত্রী হিসেবে। এরপরই আধিরারূপে আসে সঞ্জয় দত্তর ঝলক। এ সিনেমায় তিনি যশের শত্রু। শেষে আসেন নায়ক যশ। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে লড়াই-হিংসাকে নতুন কোনো মাত্রা দেওয়া হবে।

নতুন সিনেমায় কেজিএফ অর্থাৎ কোলার গোল্ড ফিল্ডের ত্রাতা হিসেবে তুলে ধরা হয়েছে রকিকে। গরুড়কে মেরে ফিল্ডের নায়ক হয়ে ওঠেন তিনি। এবার রকির মুখোমুখি আধিরা (সঞ্জয় দত্ত), সঙ্গে রশ্মিকা সেনের (রাবিনা ট্যান্ডন) রাজনৈতিক প্রভাব।

২০১৪ সালে পরিচালক প্রশান্ত নীল ‘কেজিএফ’-এর চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছিলেন। কাহিনি বড় হয়ে যাওয়ায় দুই ভাগে সিনেমা তৈরির সিদ্ধান্ত নেন। ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ট্রেলার বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *