বিবিসির সম্প্রচার আফগানিস্তানে বন্ধ করে দিয়েছে তালেবান

অনলাইন ডেস্ক, ২৮ মার্চ।। বিবিসি জানিয়েছে, আফগানিস্তানে তাদের উজবেক, ফারসি এবং পশতুন ভাষার বুলেটিন বন্ধ করে দেয়া হয়েছে। তালেবান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার এই ঘোষণা দিয়ে বিবিসি জানিয়েছে, আফগানিস্তানের মানুষ যখন অনিশ্চয়তা ও সংকটের মধ্যে আছেন, তখন এই সিদ্ধান্ত খুবই উদ্বেগজনক।

বিবিসি জানিয়েছে, আফগানদের স্বাধীন সাংবাদিকতা থেকে বঞ্চিত করা উচিত নয়। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের তরফে তারিক কাফালা জানিয়েছেন, ৬০ লাখেরও বেশি আফগান বিবিসি-র স্বাধীন ও পক্ষপাতহীন সাংবাদিকতার গুণগ্রাহী ছিলেন। তারা এখন সেই সাংবাদিকতা থেকে বঞ্চিত হবেন।

বিবিসি-র অ্যাংকর ও সাংবাদিক ইয়ালডা হাকিম কাফালার একটি বিবৃতি টুইট করেছেন। সেখানে বলা হয়েছে, ‘আমরা তালেবানকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য বলছি। তারা যেন অবিলম্বে আমাদের টিভি পার্টনারদের বিবিসি-র নিউজ বুলেটিন দেখানোর সুযোগ করে দেয়’।

ভয়েস অফ আমেরিকাও বন্ধ

জার্মান সংবাদসংস্থা ডিপিএ আফগান মিডিয়া কোম্পানি মবি গ্রুপকে উদ্ধৃত করে জানিয়েছে, তালেবান গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পর আফগানিস্তানে ভয়েস অফ আমেরিকার সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়েছে। তালেবানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল হামিদ হাম্মাদও তা স্বীকার করেছেন।

২০২১ সালের আগস্টে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর বহু সাংবাদিক দেশ ছেড়ে চলে যান। কিন্তু তারপরেও সম্প্রচার বন্ধ করা হয়নি। সম্প্রতি তালেবান মেয়েদের জন্য হাই স্কুল খোলার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যায়। তারপরই এই সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হলো।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *