স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ মার্চ।। বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর ডাকা টানা দু’দিনের দেশব্যাপী ধর্মঘটের প্রথম দিনেই ধর্মঘট এই রাজ্যে পুরোপুরি ব্যর্থ হয়েছে। প্রথম দিনে বনধ আহ্বানকারীরা অবশ্য কোথাও পিকেটিং করেনি। রাজ্য সরকার এবং শাসক দল এ ব্যাপারে আগে থেকেই কঠোর মনোভাব গ্রহণ করে।
শাসক দলের তরফে বনধ বিরোধিতায় পিকেটিং করা হয় আগরতলা শহরে। এদিকে, রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় বন্ধের দিন কোন সরকারি কর্মচারী স্কুল অফিস কিংবা নিজ দপ্তরে কাজে যোগ না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি এই কড়া নির্দেশ এর ফলে সরকারি কর্মচারীরা একপ্রকার বাধ্য হয়ে কর্মস্থলে যেতে হয়েছে।রাজ্যের সর্বত্র অফিস-আদালত স্কুল-কলেজ খোলা ছিল। উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য। ব্যবসায়ী সমিতি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার আগাম ঘোষণা করেছিল। স্বাভাবিক কারণ এই বন্ধের দিনে ব্যবসায়ীরা তাদের সমস্ত ব্যবসায়ীক প্রতিষ্ঠান খোলা রাখেন। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
ধর্মঘটকে কেন্দ্র করে কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি। বন্ধকে ব্যক্ত করায় শাসকদলের তরফ থেকে সকল স্তরের জনগণকে অভিনন্দন জানানো হয়েছে।