হালকা ঝড়-বৃষ্টিতে কল্যাণপুরে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত

স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ২৮ মার্চ।। হালকা ঝড়-বৃষ্টিতে কল্যাণপুরে ভেঙ্গে পড়ল বিদ্যুৎ পরিষেবা। চলতি মরসুমে শুরু হয়ে গেল কল্যাণপুরে বিদ্যুৎ যন্ত্রনা। যদিও তা কোনো নতুন ব্যাপার নয়।প্রতিবছর এমনি দিন থেকে শুরু হয় বিদ্যুৎ যন্ত্রণা। এই সময়টা প্রতিবছরই গোটা কল্যাণপুর এলাকায় বিদ্যুৎ এর বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহকদের।

প্রাপ্ত খবরে জানা যায় রবিবার দুপুরে হালকা কালবৈশাখীর ঝড় বৃষ্টি হয় সমস্ত কল্যাণপুর এলাকায়। এই কারণে দুপুর থেকেই গোটা কল্যাণপুর এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে। যদিও সন্ধ্যার পর কল্যাণপুর শহর এলাকায় মাত্র কয়েকটি বাড়িতে বিদ্যুৎ পরিষেবা চালু হয়। তাও কিছুক্ষণ পরপর যায় আর আসে।

অপরদিকে এদিন দিনভর সারারাত এবং আজ সকাল অব্দি বিদ্যুৎ ছিল না গোটা কমলনগর ফিডারে। বিদ্যুৎ ছিল না আমপুরা ফিডার এর কিছুটা অংশ, পশ্চিম গিলাতলী দাও ছড়া রতিয়া ঘিলাতলী সর্বং বড়ময়দান সহ নানান এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে।

কল্যাণপুর বিদ্যুৎ নিগমের দাবি পরিবাহী বিদ্যুৎ লাইন এ ফল্ট আশায় বিপত্তি। এদিকে দুই তিন দিন ধরে বিদ্যুৎ পরিষেবা খারাপ থাকার কারণে অমর কলোনি এলাকায় পানীয় জল আসেনি। আহত হয় আরো বিভিন্ন পরিষেবা। বন্ধ হয়ে পড়ে যোগাযোগের মাধ্যম।

কল্যাণপুর বিদ্যুৎ অফিসের একমাত্র ল্যান্ডফোনটি বিকল হয়ে পড়ে। যার কারণে মানুষ আরো বেশি ক্ষোভ প্রকাশ করেন। কল্যাণপুর বিদ্যুৎ সাব ডিভিশন বিশাল এলাকা নিয়ে অবস্থিত। রয়েছে প্রায় ৩০ হাজােরর উপরে গ্রাহক। কিন্তু একটি মাত্র গাড়ি দিয়েই লাইন সার্ভিস করা হয়।

এল টি এস টি এই দুটি লাইন একটি গাড়ি দিয়ে পরিষেবা সচল রাখার চেষ্টা করেন বিদ্যুৎ নিগম। অপরদিকে আবার কল্যাণপুর নিগমের অফিসে কর্মী স্বল্পতাও রয়েছে। স্বাভাবিক কারণেই গ্রাহকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে যে হালকা ঝঢ় বৃষ্টিতে যদি বিদ্যুৎ পরিষেবা ভেঙ্গে পড়ে যখন বড় কোন ঝড় বৃষ্টি হবে তখন বিদ্যুৎ কর্মীরা কি করবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *