কালবৈশাখীর ঝড়ে মোহনপুরে একাধিক বাড়ির বসতঘর তছনছ, বিদ্যুৎ নিগমের ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২৮ মার্চ।। মোহনপুর সহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে রবিবার ভোর রাতে এবং সোমবার সকালে কালবৈশাখীর ঝড় আছড়ে পড়ে। তাতে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কালবৈশাখীর তাণ্ডব মোহনপুর এলাকার নির্মল বিশ্বাস এবং স্বপন সূত্রধরের দুটি বসতঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া এলাকার আরো বেশ কিছু বাড়িঘর কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে এবং বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। স্বাভাবিক কারণেই বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ নেই। অন্ধকারে ঢেকে রয়েছে বিস্তীর্ণ এলাকা।

অবশ্য বিদ্যুৎ নিগমের কর্মীরা পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন পরিস্থিতিতে সারাইয়ের কাজ শুরু করেছেন। স্থানীয় সূত্রে আরো জানা গেছে কালবৈশাখীর ঝড়ে বহু গাছ এবং ডালপালা ভেঙ্গে পড়েছে। তাতে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অবশ্য কালবৈশাখীর ঝড়ে এলাকায় প্রাণহানির কোন খবর নেই।

মোহনপুরের মনিপুর সহ পার্শ্ববর্তী এলাকা গুলিতে কালবৈশাখীর ঝড় আছড়ে পড়ার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা সোমবার সকালে এলাকায় ছুটে যান। তারা এলাকার বিভিন্ন বাড়িঘর পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছেন।

প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে আপৎকালীন আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এদিকে গতকাল খোয়াই এবং ধলাই জেলাতেও কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

রাজ্যের অন্যান্য স্থানগুলোতেও আংশিক কালবৈশাখী ঝড় আসছে পড়ার খবর পাওয়া গেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে কালবৈশাখী রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘুরে বেড়াচ্ছে। রাজ্যে অচিরেই কালবৈশাখীর তাণ্ডব এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া দপ্তরের খবর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *