স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৮ মার্চ।। বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ায় এক যুবককে রাস্তায় বেধড়ক মারধর করে গুরুতর জখম করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে খোয়াই থানা এলাকার পূর্ব সোনাতলা গ্রামে। আহত যুবকের নাম দীপক সূত্রধর।
আক্রমণকারী যুবকের নাম সুজিত বিশ্বাস। খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপক সূত্রধর জানায় সুজিত বিশ্বাস নামে ওই যুবক তার কাছে ১৩০ টাকা পাওনা ছিল। পাওনা টাকার জন্য গতকাল রাতে তাকে রাস্তায় আটক করে বেধড়ক মারধর করে। তাতে সে গুরুতর ভাবে আহত হয়।
ঘটনাস্থল থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় মানুষজন খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মাত্র ১৩০টাকার জন্য যুবককে আটক করে এভাবে বেধড়ক মারধর করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার এর সংবাদ নেই। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক বলে স্থানীয় সূত্রের খবর। অভিযুক্তকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে এলাকাবাসীর তরফ থেকেও দাবি জানানো হয়েছে।