স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ মার্চ।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন কাশিপুর এলাকায় হাওড়া নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে দীপঙ্কর দেবনাথ নামে এক কিশোরের। ঘটনার বিবরণে জানা যায় দীপঙ্কর দেবনাথ নামে ১৪ বছরের ওই কিশোর তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে হাওড়া নদীতে সোমবার স্নান করতে গিয়েছিল। বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে সে হাওড়া নদীর জলে ডুবে যায়।
অন্যান্য বন্ধুরা তাকে কোনক্রমে জল থেকে উদ্ধার করে। স্থানীয় লোকজন তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যায়। আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হাওড়া নদীর জলে ডুবে কিশোরের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত কিশোরের বাবা জানান তার মা কর্মস্থলে চলে গিয়েছিলেন। তিনি নিজেও বাড়িতে ছিলেন না। বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে হাওড়া নদীর জলে ডুবে পুত্রের মৃত্যুতে মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কারোর সান্তনার বানী তাদের ভগ্নহৃদয় স্পর্শ করতে পারছে না।
জানা যায় দীপঙ্কর দেবনাথ নামে ওই কিশোর এলাকায় সকলের কাছে খুব প্রিয় ছিল। জলে ডুবে এভাবে তার অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। ময়নাতদন্তের পর তার মৃতদেহ এলাকায় নিয়ে যাওয়া হলে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।